মাওলানা শহিদুল ইসলাম-এর পিতার ইন্তেকাল, দাফন সম্পন্ন
সাতক্ষীরার কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের পরম শ্রদ্ধেয় পিতা এলাকার প্রবীণ মুরব্বী আহসান নগর গ্রামের আঃ আলিম সানা আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
তিনি শনিবার মাগরিবের আজান চলাকালীন সময়ে (৬টা ২০ মিনিটে) নিজ বাড়ীতে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমের স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রবিবার সকাল দশটায় মরহুমের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা নামাজে ইমামতি করেন মরহুমের সুযোগ্য সন্তান কলারোয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম।
জানাজা পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর শেখ নুরুল হুদা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামরুজ্জামান, সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গনি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ ইমামুল ইসলাম, জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার শওকত আলী, বাগআঁচড়া মহিলা আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবুল বাশার, সিংহলাল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মোনায়েম, বসন্তপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল ইসলাম, জালালাবাদ মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সাত্তার, জে.কাটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল আলিম প্রমুখ।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলামের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা জেলা শাখার আমীর মুহাদ্দিস হাফেজ মাওলানা রবিউল বাশার ও সেক্রেটারি মাওলানা আজিজজুর রহমান। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তার পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।